বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝুটের গুদামের আগুন ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে

  •    
  • ২১ মে, ২০২১ ০৯:৪৯

পুড়ে যাওয়া গুদামের মালিক বলেন, ‘চলতি মাসে গুদামঘরে মাল ভর্তি রেখেছিলাম। ঈদের পর বিক্রি করব বলে মালামাল স্টক করে রেখেছি। আমার সব শেষ হয়ে গেছে।’

গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটপল্লিতে লাগা আগুনে পুড়ে গেছে ছয়টি গুদাম। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

কোনাবাড়ির আমবাগ মিতালী ক্লাব এলাকায় শুক্রবার ভোর ৬টায় এই অগ্নিকাণ্ড ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ এই তথ্য জানিয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঝুটপল্লির মো. উজ্জ্বলের গুদাম থেকে এই আগুনের সূত্রপাত।

উজ্জ্বল নিউজবাংলাকে বলেন, ‘সকাল ৬টার দিকে খবর পেয়ে বাসা থেকে দৌড়ে গুদামঘরে আসি। এসে দেখি সব ছারখার হয়ে গেছে। চলতি মাসে গুদামঘরে মাল ভর্তি রেখেছিলাম। ঈদের পর বিক্রি করব বলে মালামাল স্টক করে রেখেছি। আমার সব শেষ হয়ে গেছে।’

উজ্জ্বলের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার গুদামে আগুন দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।

উজ্জ্বলের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে আরও পাঁচটি গুদামে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হামিদ জানান, আগুন কীভাবে লেগেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস পরপরই এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুমাস আগেও এখানে আগুনে পুড়েছে তিনটি গুদাম।

তারা বলছেন, ঝুট পল্লীতে অব্যবস্থাপনা ও বিদ্যুতের অবৈধ সংযোগের কারণে বিভিন্ন সময় আগুন লাগে।

এ বিভাগের আরো খবর