ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে আলম নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
উপজেলার লালদিঘির পাড় এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ৬০ বছরের আলমের বাড়ি উপজেলা টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।
দুর্ঘটনায় আহত পাঁচজন হলেন তোফাজ্জল, জাকির, আকবর, কামাল ও মাহামুদুল হাসান। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আকবরের প্রথমে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালদিঘি এলাকায় ঢাকাগামী ট্রাকটির সঙ্গে উদয়পুরগামী ব্যাটারিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে আলম ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত হয় অটোরিকশার পাঁচ যাত্রী।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। আলমের মরদেহটি বোরহানউদ্দিন হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।