বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধুদের সঙ্গে নদীতে নেমে নিখোঁজ কলেজছাত্র

  •    
  • ২০ মে, ২০২১ ২৩:২৭

নিখোঁজ ওই ছাত্রের নাম মো. ফারহান। ১৭ বছরের ফারহান চান্দগাঁও থানার ফরিদাপাড়া এলাকার বাসিন্দা। সে নগরীর হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ।

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। সাঙ্গু নদীর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মোড়খোলা এলাকায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ওই ছাত্রের নাম মো. ফারহান। ১৭ বছরের ফারহান চান্দগাঁও থানার ফরিদাপাড়া এলাকার বাসিন্দা। সে নগরীর হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন নিউজবাংলাকে বলেন, ‘ঈদের ছুটিতে সাতকানিয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে আসে ফারহান। বৃহস্পতিবার ভাটার সময় চার বন্ধু নদীতে গোসল করতে নামে। গোসল শেষে তিন বন্ধু ওঠে গেলেও, পেছনে থাকা ফারহান নদীতে ডুবে যেতে থাকে। এ সময় ফারহানের কাছে থাকা এক বন্ধু তাকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করি। শহর থেকে আমাদের ‍ডুবুরী দলও আসে। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। শুক্রবার আবার শুরু হবে অভিযান।

এ বিভাগের আরো খবর