কক্সবাজারের চকরিয়ায় প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসাদ উল্লাহ নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
চকরিয়ায় পৌর এলাকায় বুধবার রাত পৌনে ১০টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে।
মামলায় বলা হয়, আসাদ উল্লাহ প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে চকরিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। স্থানীয় লোকজন ঘটনা টের পেয়ে আসামির বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। তাকে ওসিসিতে চিকিৎসা দেয়া হচ্ছে। ধর্ষণের শিকার কিশোরী সপ্তম শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. জোবায়ের।
তিনি জানান, এ ঘটনায় চকরিয়া থানায় বৃহস্পতিবার বিকেলে আসাদ উল্লাহর বিরুদ্ধে ভিকটিমের পরিবার ধর্ষণ মামলা করেছে।
কক্সবাজার সদর হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি জোবায়ের।