ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে কষ্টিপাথরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা কষ্টিপাথর পাচার চক্রের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১ কেজি ২৩০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর ও একটি মোবাইল ফোন।
গ্রেপ্তার দুজন হলেন ফুলবাড়িয়া উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া এলাকার মো. ছিদ্দিক ও মো. সুলতান।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ র্যাবের সিনিয়র এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথর সংগ্রহ করত। কষ্টিপাথরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনও সংগ্রহ করত। পরে সেগুলো বিদেশে পাচার করত তারা।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, ওই দুজনের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।