স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার হোটেল মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কলাতলীতে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে ১ এপ্রিল থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র এবং সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। আসতে পারছেন না দেশি-বিদেশি পর্যটকরা। গত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আগে ফের এ ঘোষণায় চরম আর্থিক সংকটে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
আরও বলা হয়, দ্বিতীয় দফায় দেড় মাসেরও বেশি সময় হোটেল ও রেস্তোরাঁ বন্ধ থাকায় কক্সবাজারে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৩০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। কাজ হারিয়ে অনেকে পেশা বদল করতেও বাধ্য হচ্ছেন।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কক্সবাজারে পর্যটন শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুমতি দিতে এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পর্যটন ব্যবসায়ী আব্দুল মজিদ পারভেজ, করিম উল্লাহ, অ্যাডভোকেট ইসহাক ও সুমির চৌধুরী।