বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝড়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

  •    
  • ২০ মে, ২০২১ ২১:৫৪

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নান্দাইলে প্রচণ্ড ঝড়ে রেন্ট্রি গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ঝড়ের সময় বিদ্যুৎ না থাকলেও ঝড় শেষে বিদ্যুৎ চলে আসে। সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পড়ে থাকা তারে আগুন জ্বলে উঠে। এতে ঘটনাস্থলেই মারা যান  বিজন চন্দ্র।

ময়মনসিংহের নান্দাইলে ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিজন চন্দ্র সূত্রধর নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরেক কৃষক আহত হয়েছেন।

নিহত বিজন চন্দ্র সূত্রধরের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা গ্রামে। তিনি ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

আহত কৃষকের নাম রফিকুল ইসলাম। তিনি নান্দাইল উপজেলার বাসিন্দা।

পৌর শহরের মোরগ মহলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নান্দাইলে প্রচণ্ড ঝড়ে রেন্ট্রি গাছের ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ঝড়ের সময় বিদ্যুৎ না থাকলেও ঝড় শেষে বিদ্যুৎ চলে আসে। সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পড়ে থাকা তারে আগুন জ্বলে উঠে। এতে ঘটনাস্থলেই মারা যান বিজন চন্দ্র।

স্থানীয়রা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে সংযোগ বন্ধ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মঞ্জুরুল হক বলেন, স্থানীয়রা দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর