মানিকগঞ্জের সিংগাইরে রাতের আঁধারে উদ্ধার হওয়া সদ্যোজাত শিশুকন্যা পেল নিরাপদ আশ্রয়। যে দম্পতি শিশুটিকে উদ্ধার করেছিলেন তাদেরকেই দেয়া হয় লালন-পালনের দায়িত্ব।
বৃহস্পতিবার বিকেলে সোয়া ৫টার দিকে সিংগাইর থানায় ওই শিশুকে উপজেলার গোবিন্দল বকচর এলাকার দম্পতি রিয়াজ উদ্দিন ও মিশু আক্তার মোর্শেদার হাতে হস্তান্তর করে পুলিশ।
বিষয়টি সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল বকচর এলাকার মিস্ত্রিপাড়া থেকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান রিয়াজউদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি। তখন তিনি ঘরের ভেতর থেকে বাইরে এসে দেখতে পান কম্বল পেঁচানো একটি শিশু কাঁদছে।
পরে তিনি তার স্ত্রীকে ডেকে আনেন এবং শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এর পর সকালে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে শিশুটিকে থানায় নিয়ে যায়।
পরে বিষয়টি সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার, উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়। এরপর সকলের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিশুকে রিয়াজ উদ্দিন ও তার স্ত্রী মিশু আক্তার মোর্শেদার কাছে হস্তান্তর করেন এবং লালন পালনের দায়িত্ব দেন।
এ ব্যাপারে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মর্কতাদের সঙ্গে আলোচনা করে ওই দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে। শিশুকে লালন পালনের জন্য আমি ব্যক্তিগতভাবে ওই পরিবারের হাতে ১ হাজার টাকা দিয়েছি। প্রতি মাসে আমার পক্ষ থেকে ১ হাজার টাকা করে দেয়া হবে।
তিনি আরও বলেন, ওই দম্পতির আবেদনের প্রেক্ষিতে সবাই আলোচনা করে তাদের লালন পালনের দায়িত্ব দেয়া হয়।