চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম মুসাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন তার স্ত্রী পান্না আক্তার। কিন্তু পুলিশ বিষয়টি স্বীকার না করায় মুসার বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগে আছেন তার স্ত্রী।
পান্না আক্তার বৃহস্পতিবার নিউজবাংলাকে বলেছেন, পুলিশ মুসার গ্রেপ্তার নিয়ে লুকোচুরি করছে।
তবে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই বলেছে, মুসা পলাতক। তাকে খুঁজছে পুলিশ।
পান্না আক্তার বলেন, ২০১৬ সালের ২২ জুন আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সামনে থেকে পুলিশ মুসাকে তুলে নিয়ে গেছিল।
তিনি বলেন, নগরীর কাটগড় থেকে পুলিশ পরিচয়ে মুসাকে তুলে নেয়া হয়। বিষয়টি নিয়ে সে সময় গণমাধ্যমে মুখ খুলতে চাইলে, বাবুলের ঘনিষ্ট দুই পুলিশ কর্মকর্তা আমাকে ভয়ভীতি দেখান।
পান্না বলেন, আমার স্বামী যদি সত্যিই দোষী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হোক। আর তিনি যদি দোষী হয় তা হলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কেন আদালতে তোলা হচ্ছে না।
মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বৃহস্পতিবার নিউজবাংলাকে বলেছেন, মিতু হত্যার আসামি মুসা পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুসার স্ত্রীর দাবির বিষয়ে জানতে চাইলে সন্তোষ কুমার চাকমা বলেন, আসামি গ্রেপ্তার করলে তাকে তো আমরা আদালতে তুলতাম এবং পরবর্তী আইনি প্রক্রিয়ায় নিতাম। এগুলোর কোনোটাই হয়নি।
মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের তদন্তের রহস্যে ঘুরপাক খাচ্ছে কামরুল ইসলাম শিকদার ওরফে মুসার নাম। এই হত্যা মামলায় বর্তমানে কারাগারে বাবুল আকতারের বিশ্বস্ত সোর্স ছিলেন মুসা। তাকে দিয়েই পুরো হত্যা মিশন সম্পন্ন করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে।
মুসার পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরব থেকে দীর্ঘদিন পর এসে মুসা ২০০৪ সালে রাঙ্গুনিয়া এলাকায় বালুর ব্যবসা শুরু করেন। ২০০৯ সালের দিকে ওই এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন বাবুল আকতার। এলাকার মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার সূত্র ধরে বাবুলের সঙ্গে মুসার সম্পর্ক হয়। এক সময় মুসা বাবুলের বিশ্বস্ত বনে যান।
মিতু হত্যার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ যাদের চিহ্নিত করেছিল, তাদের একজন হলেন মুসা। আদালতে মিতু হত্যার আসামি ওয়াসিমের দেওয়া জবানদন্দিতেও মুসার নাম এসেছিল।
পিবিআই বলছে, মুসাই সেদিন মিতুকে হত্যার নেতৃত্ব দেন। কিন্তু মুসার খোঁজ না মেলায় হত্যার কারণ উদঘাটন করতে পারেননি পুলিশ।
এদিকে তদন্তের সময় পুলিশকে বাবুল আকতার জানিয়েছেন, তিনি মুসাকে চেনেন না। তবে গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত কামরুল ইসলাম শিকদার মুসাকে নিজের সোর্স হিসেবে স্বীকার করেছেন সাবেক এসপি বাবুল আকতার।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মিতু। ওই সময় ঢাকায় ছিলেন বাবুল আকতার। হত্যাকাণ্ডের পর চট্টগ্রামে ফিরে পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে তিনি মামলা করেন।