বরিশালের আগৈলঝাড়ায় ফ্রিজে রাখতে দেয়া বাক্সে মানুষের ভ্রুণ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ফ্রিজ পরিষ্কারের সময় কৌতুহল থেকে বাক্সটি খোলা হলে তার মধ্যে ভ্রুণটি পাওয়া যায়।
বাক্সটি রাখতে দেয়া নারীকে জিজ্ঞেস করলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে তিনি জানান, পারিবারিক অশান্তির কারণে তিনি কয়েক মাস ধরে বাবার বাড়িতে থাকছেন। এরমধ্যে তার স্বামী ভরণ-পোষণ দেয়া বন্ধ করে দিয়েছেন। এ কারণে ভ্রুণ নষ্ট করে তা আদালতে দেখানোর জন্য পাশের বাড়ির ফ্রিজে রাখেন।
স্থানীয় লোকজন জানান, তিন বছর আগে পারিবারিকভাবে ওই নারীর বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে ৬ মাসের বেশি সময় বাবার বাড়িতে থাকছেন তিনি। ১৫ থেকে ২০ দিন আগে তিনি পাশের বাড়ির ফ্রিজে একটি প্লাস্টিকের বাক্স রাখতে দেন। বৃহস্পতিবার সকালে ফ্রিজ পরিষ্কার করার সময় বাক্সটিতে ভ্রুণ পাওয়া যায়।
প্রতিবেশী পরিবারের সদস্যরা জানান, ১৫ থেকে ২০ দিন আগে প্লাস্টিকের বাক্সটি তাদের ফ্রিজে রাখতে দেন ওই নারী। বৃহস্পতিবার ফ্রিজ পরিষ্কার করার সময় সন্দেহ হলে তারা বাক্স খুলে দেখেন। এ সময় ভ্রুণ দেখতে পেয়ে তারা এলাকাবাসীকে জানান।
ঘটনা জানাজানি হওয়ার পর ওই নারী ভ্রুণটি শৌচাগারে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা হয়নি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।