মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয়া পেট জোড়া লাগানো যমজ শিশু দুটিকে বাঁচানো যায়নি। বুধবার রাত ৯টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
গত ৫ মে রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট মেডিক্যাল হাসপাতালে জুয়েল-তাহমিনা দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া লাগানো যমজ শিশু দুটি। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সিংরাউলি গ্রামে।
জান্নাত প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের গাইনি চিকিৎসক ফারজানা হক পর্ণা বুধবার রাতে সফল এই অস্ত্রোপচারটি করেন। যমজ শিশু দুটিকে আলাদা করতে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু ১৪ দিন পর বুধবার রাতে তারা মারা যায়। পরে শিশু দুটিকে সিংরাউলি গ্রামের কবরস্থানে দাফন করা হয়।