খুলনার ডুমুরিয়া উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ কল পেয়ে বুধবার রাত ৩টার দিকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার নারীর করা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় ডুমুরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের রায়হান গাজী এবং চুকনগর গ্রামের আসাবুর রহমান আশিক গাজী।
পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে ওই নারী চুকনগর বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে পরিচিত একজনের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় আসামিরা তাদেরকে জোর করে নরনিয়া গ্রামের একটি চাতালে নিয়ে যায়। সেখানে একটি ঘরে পরিচিত ব্যক্তিকে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়।
পুলিশ আরও জানায়, ধর্ষণের পর দুইজনকে চাতালে রেখেই চলে যান আসামিরা। পরে ওই নারী জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ কল দিলে রাতেই আসামিদের তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রাতে ধর্ষণের ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তার করা হয়। ভোরে ভুক্তভোগী নিজেই ডুমুরিয়া থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলা নম্বর-১৭।