খুলনায় করোনাকালে কর্মহীন হয়ে পড়া ৫৮০ শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা।
মহেশ্বরপাশা খাদ্যগুদাম চত্বরে বৃহস্পতিবার দুপুরে ৩৬০ জন কর্মহীনের মধ্যে চাল, আলু,ডাল ও মুরগির মাংস বিতরণ করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
খাদ্য সহায়তা বিতরণকালে শ্রম প্রতিমন্ত্রী বলেন,‘শ্রমবান্ধব সরকার শ্রমিকদের জন্য সবকিছু করছে। উৎপাদন,উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম।
‘প্রধানমন্ত্রী অসহায়, দুস্থ, বেকার, ভবঘুরে ও শ্রমিকদের বিভিন্ন সহায়তা করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রায় ৩৮ লাখ মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছে। সরকার ত্রাণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করছে এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো.মাহবুব আলম সোহাগ।
পরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান খুলনার বৈকালি খাদ্যগুদাম চত্বরে ২২০ শ্রমিকের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।