মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মুন্সিগঞ্জে দুজন মোটরসাইকেল আরোহী ও চট্টগ্রামে অটোরিকশার চালক মারা যান। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন।
উপজেলার মুক্তারপুর সেতুতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. অমি ও মো. শায়র। অমির বাড়ি মুন্সিগঞ্জ উপজেলা সদরের চর কেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা এলাকায়। শায়রের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটী এলাকায়। তারা সম্পর্কে খালাতো ভাই।
সদর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. বজলুর রহমান নিউজবাংলাকে জানান, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসার পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তারপুর সেতুর বাম পাশের ফুটপাতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শায়র মারা যান। গুরুতর আহত অবস্থায় অমিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে দুপুর ১টা ৩০ মিনিটে মৃত্যু হয় তার।
চট্টগ্রাম: মিরসরাইয়ে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক ওমর ফারুক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩৫ বছর বয়সী ওমর ফারুকের বাড়ি উপজেলার বাটেরখীল এলাকায়।
আহতরা হলেন লিমা, তোফাজ্জেল ও সাইদুল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন নিউজবাংলাকে জানান, চট্টগ্রামমুখী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক ফারুকের মৃত্যু হয়।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ফারুকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।