বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলা

  •    
  • ২০ মে, ২০২১ ১৭:৪৫

ওবায়দুল কাদেরের ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে কাদের মির্জার অনুসারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মানিক তালুকদার, ফখরুল ও ৮ নম্বর ওয়ার্ডের শিপনের নেতৃত্বে কচির ওপর হামলা চালানো হয়। মারধরের একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে কচি অচেতন হয়ে পড়েন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

উপজেলার বসুরহাট বাজারে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত জায়দল হক কচি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে কাদের মির্জার অনুসারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মানিক তালুকদার, ফখরুল ও ৮ নম্বর ওয়ার্ডের শিপনের নেতৃত্বে কচির ওপর হামলা চালানো হয়। মারধরের একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে কচি অচেতন হয়ে পড়েন।

আশপাশের দোকানিরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাকে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ধরেননি।

কাদের মির্জার অনুসারী স্বপন মাহমুদের দাবি, কচির ওপর হামলার ঘটনা কোনো রাজনৈতিক বিষয় নয়। ব্যবসায়িক লেনদেন নিয়ে তার ওপর হামলা হয়েছে। এতে কাদের মির্জা বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত নয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি নিউজবাংলাকে জানান, মারধরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

এ বিভাগের আরো খবর