গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি মাদক নিরাময় কেন্দ্রের ছাদ থেকে নদীতে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ঝাঁপ দেয়ার ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে তুরাগ নদী থেকে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
নিহত যুবকের নাম নাহিদ হোসেন। তিনি গাজীপুর সদর উপজেলার মনিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
নাহিদের পরিবার জানায়, স্থানীয় বাজারে মুদি দোকান ছিল নাহিদের। মাদকে আসক্ত হওয়ার কারণে তার বিয়ে বিচ্ছেদ হয়। সেই থেকে মাদকে আরও আসক্ত হয়ে পরেন তিনি। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে স্থানীয় নিউ প্রত্যয় মাদক নিরাময় কেন্দ্রে গত ১৭ এপ্রিল ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার সকালে নদীতে ঝাঁপ দেন নাহিদ।
নিউ প্রত্যয় মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন জানান,ঝাঁপ দেয়ার পরপর কেন্দ্রের লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, বুধবার কেন্দ্রের দোতলা থেকে পাশের বাসার ছাদে লাফিয়ে পালানোর চেষ্টা করেন নাহিদ। এ সময় কেন্দ্রের লোকজন তার পিছু নিলে নদীতে ঝাঁপ দেন তিনি। সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যান নাহিদ। ফায়ার সার্ভিসের ডুবুরিদল দিনভর চেষ্টা চালিয়ে নাহিদকে উদ্ধারে ব্যর্থ হয়ে সন্ধ্যায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে। আজ সকালে তুরাগ নদীতে নাহিদের মরদেহ ভেসে ওঠে।