সকালে বাড়ির পাশের বাগানের উঁচু রেন্ডি গাছে উঠে বটি দিয়ে ডাল কাটছিলেন অজিউল্লাহ। সে সময় অসাবধানতায় ডালের পাশের বিদ্যুতের তারে তিনি জড়িয়ে পড়েন। তখনই তার মৃত্যু হয়।
ভোলার চরফ্যাশনে ডাল কাটতে গাছে উঠে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে এক জেলের।
উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ফকিরা গ্রামের বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হাওলাদার জানান, মৃত ব্যক্তির নাম অজিউল্লাহ মাঝি। তিনি নদী ও সাগরে মাছ ধরে আয় করতেন।
ইউপি চেয়ারম্যান জানান, সকালে বাড়ির পাশের বাগানের উঁচু রেন্ডি গাছে উঠে বটি দিয়ে ডাল কাটছিলেন অজিউল্লাহ। সে সময় অসাবধানতায় ডালের পাশের বিদ্যুতের তারে তিনি জড়িয়ে পড়েন। তখনই তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।