বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুকুরে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

  •    
  • ২০ মে, ২০২১ ১৪:০২

ওই শিশুর বাবা জানান, সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে যায় সে। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওই শিশুর চাচা পুকুর থেকে তার দেহ উদ্ধার করে।

বাগেরহাটের শরণখোলায় পুকুরে ডুবে এনায়েত হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার উত্তর রাজাপুর গ্রামে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই শিশুর দেহ উদ্ধার করা হয়।

শিশু এনায়েত ওই গ্রামের জাকারিয়া সরদারের ছেলে।

জাকারিয়া জানান, তার দুই ছেলের মধ্যে এনায়েত ছোট। সকালে ঘুম থেকে উঠে এনায়েত ঘর থেকে বাইরে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও জানান, সন্ধেহ হলে তার ভাই সোলায়মান সরদার পুকুরে নেমে খুঁজতে থাকে। একপর্যায়ে পানির নিচ থেকে এনায়েতের দেহ উপরে তুলে আনেন সোলায়মান। সঙ্গে সঙ্গে এনায়েতকে নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও ময়নাতদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে শিশু এনায়েতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর