বরিশালের উজিরপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকে।
পুলিশ জানায়, নিপীড়নের শিকার শিশুটির বাড়ি উজিরপুর পৌরসভায়। মঙ্গলবার অভিযুক্ত প্রতিবেশী ১০ বছরের শিশুটিকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।
বুধবার বিষয়টি ওই শিশুর পরিবারের সদস্যরা মৌখিকভাবে পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেন। বিকেলে উজিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছু সময় পর শিশুর বাবা থানায় মামলা করেন।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান জানান, এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া নিপীড়নের শিকার শিশুর জবানবন্দি নেয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।