ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক চা দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালতের মাধ্যমে বুধবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার চা দোকানির বাড়ি পৌর এলাকার শিমরাইল গ্রামে। নিজ গ্রামেই তার চায়ের দোকান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির মিয়া নিউজবাংলাকে জানান, উপজেলা পরিষদের ভেতরে বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী থাকতেন। মঙ্গলবার রাত দুইটার দিকে ওই চা দোকানি ও এক রিকশাচালক তাকে ধরে টানাটানি করছিলেন। স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে ও চা দোকানিকে আটক করে। কিন্তু রিকশাচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি।
এ ঘটনায় উপজেলা সদর ইউনিয়নের দফাদার বুলবুল মিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় পুলিশ চা দোকানিকে গ্রেপ্তার দেখিয়েছে।
ওসি আরও জানান, বুধবার তাকে আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পলাতক রিকশাচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আদালত পরিদর্শক প্রসন কান্তি দাস জানান, আদালতের নির্দেশে ওই তরুণীকে ফরিদপুরের তোপাখানায় সমাজসেবা অফিসের আওতাধীন সেফ হোমে পাঠানো হয়েছে।