মুন্সিগঞ্জে পদ্মা নদী থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে দুইটি মরদেহ গোসল করতে গিয়ে নিখোঁজ দুই বন্ধুর। আরেকটি মরদেহ আব্দুল কাদের নামে এক যুবকের।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লৌহজং উপজেলার মৃধা বাড়ি থেকে বুধবার দুপুর আড়াইটার দিকে মো. মাহিন ও সীমান্ত খন্দকারের মরদেহ উদ্ধার করা হয়।
মাহিনের চাচাতো ভাই মনির হোসেন জানান, বুধবার বেলা ১১টার দিকে মাহিন তার বন্ধু সীমান্তের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। তাদের সঙ্গে যোগ দেয় আরও দুই বন্ধু।
দুপুর একটার দিকে তারা সবাই ডুবে যায়। এ সময় জেলেদের একটি নৌকা দুজনকে উদ্ধার করতে পারলেও বাকিদের খোঁজ পায়নি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে উপজেলার কলমা ইউনিয়নে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় আব্দুল কাদের ও সাত বছরের শিশু মরিয়ম।
পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আব্দুল কাদেরের মরদেহ উদ্ধার করা গেলেও মরিয়ম এখনও নিখোঁজ।
ওসি আলমগীর হোসেন জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।