নোয়াখালীর চাটখিল উপজেলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নোয়াখালীর বিচারিক আদালত বুধবার দুপুরে শুনানি শেষে ৩০ বছরের ওই যুবককে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
চাটখিল থানায় মঙ্গলবার রাত ৮টার দিকে ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ মামলা করেন। এ মামলায় রাতেই উপজেলার দক্ষিণ রামায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মামলার আসামি যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহারে বলা হয়, গত ১৯ এপ্রিল গৃহবধূর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন ওই যুবক। ঘটনা কাউকে না জানাতে তিনি হুমকি দিয়ে যান। গৃহবধূ বিষয়টি এতদিন কাউকে না জানিয়ে সরাসরি থানায় গিয়ে মামলা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।