নীলফামারী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল খালেক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাঁচটি ঘর একেবারে পুড়ে গেছে।
নীলফামারী সদরে আগুনে পুড়ে গেছে একটি বাড়ির পাঁচটি বসতঘর। তবে কেউ হতাহত হয়নি।
সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়ায় বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোস্তম আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। প্রথমে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
নীলফামারী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল খালেক নিউজবাংলাকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাঁচটি ঘর একেবারে পুড়ে গেছে।