নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার দুই অনুসারীর প্রতিপক্ষকে গুলি করার ভিডিও ফাঁস হয়েছে। শহীদুল্যাহ রাসেল ও আনোয়ার হোসেন মাসুদের আগ্নেয়াস্ত্র হাতে হামলার ফাঁস হওয়া ভিডিও নিয়ে চলছে আলোচনা।
ভিডিওতে দেখা গেছে, কাদের মির্জার অনুসারী রাসেল ও মাসুদ প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এ সময় দৌড়ে পালাতে গিয়ে ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ রাহীম, আরিফুর রহমান রাহীম, করিম উদ্দিন শাকিল, কোরবান আলী রাকীব ও রাজীব আহমেদ রিয়াদ আহত হন। তারা মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত। ১৩ মে বিকেল ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৭ মে আহত নূর মোহাম্মদ রাহীম কোম্পানীগঞ্জ থানায় মেয়র কাদের মির্জার ৩৮ অনুসারীর বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘ভিডিওটি আমাদের হাতেও এসেছে। পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।’