দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনসহ ছয় জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করেছেন নোয়াখালী জেলা জজ আদালতের সাময়িক বরখাস্ত নাজির মোহাম্মদ আলমগীর হোসেন।
নোয়াখালী যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সেরাস্তাদার গিরিধারী দাস বুধবার দুপুরে জানান, ৬ মে আদালতে মামলার আবেদন করেন মোহাম্মদ আলমগীর। আদালত প্রাথমিকভাবে অভিযোগটি আবেদন হিসেবে রেকর্ড করে। বিচারক নিশাদুজামান মামলাটি গ্রহণ হবে কিনা বিষয়ে আদেশের জন্য ২০ জুন তারিখ ঠিক করেছেন।
প্রতিবেদক আফজাল হোসেন জানান, ‘গত ২২ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা আদালতের নাজির আলমগীর হোসেনের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করেছিলাম। প্রতিবেদনটি হয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিটের ওপর ভিত্তি করে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ১০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করেছেন।’
নাজির আলমগীর দম্পতির বিরুদ্ধে বিদেশে ২৭ কোটি টাকা পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এ ছাড়া দেশেই সাত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক আলমগীর ও তার স্ত্রী নাজমুন্নাহার। রাজধানীর সোনারগাঁওসহ নামিদামি সব হোটেলে আলমগীরের নিয়মিত যাতায়াত রয়েছে। এরই মধ্যে তিনি ভ্রমণ করেছেন অস্ট্রেলিয়াসহ পাঁচটি দেশ। এসব বিষয়ে ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল বলে জানান আফজাল হোসেন।‘আদালতের নাজির থাকেন সোনারগাঁওয়ে, বিদেশে পাচার ২৭ কোটি টাকা’ শিরোনামে প্রতিবেদনটি সময় সংবাদে প্রকাশিত হয়।
মামলার বিষয়ে মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমার বিরুদ্ধে সাংবাদিক আফজাল হোসেনসহ সময় টিভি কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করায় সামাজিকভাবে আমার সম্মানহানি ঘটে। তাই রিপোর্টার আফজালসহ সময় টিভির সংবাদ সংশ্লিষ্ট ছয় জনকে আসামি করে আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করেছি।’