মুন্সিগঞ্জের লৌহজং-এ পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছে। তাদের সঙ্গে ডুবে যাওয়া আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উপজেলার বাঘের বাড়ি এলাকায় মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই যুবক হলেন মো. মাহিন ও সীমান্ত খন্দকার। তাদের বাড়ি লৌহজং উপজেলায়।
মাহিনের চাচাতো ভাই মনির হোসেন জানান, বুধবার বেলা ১১টার দিকে মাহিন তার বন্ধু সীমান্তের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। তাদের সঙ্গে যোগ দেয় আরও দুই বন্ধু।
দুপুর একটার দিকে তারা সবাই ডুবে যায়। এ সময় জেলেদের একটি নৌকা দুজনকে উদ্ধার করতে পারলেও বাকিদের খোঁজ পাওয়া যায়নি।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির নিউজবাংলাকে জানান, নিখোঁজ দুই যুবককে উদ্ধারে অভিযান চলছে। এখনও তাদের পাওয়া যায়নি।
এর আগে গত শনিবার সকালে পদ্মা নদীতে গোসল করতে নেমে মানিক মোল্লা নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তার আগে গত ২৭ মার্চ লৌহজং উপজেলার কনকসার এলাকায় এই নদীতে গোসলে নেমে বিল্লাল হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়।