ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় করা ৫ মামলায় হেফাজতের তিন নেতাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
হাটহাজারী থানা পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে বুধবার বেলা ৩টার দিকে এ আদেশ দেন চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহিদুল্লাহ কায়সারের আদালত।
যাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়া হয়েছে তারা হলেন হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, একই পদধারী মামুনুল হক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির। তিনি বলেন, ‘হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় হওয়া পাঁচ মামলায় তিন নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আবেদনের ওপর শুনানি শেষে আদালত জুনায়েদ আল হাবিব, মামুনুল হক এবং আজিজুল হককে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেয়।’
‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো তিন নেতার মধ্যে ১১ এপ্রিল হাটহাজারীতে হেফাজতের বৈঠক শেষে চট্টগ্রাম শহরে ফেরার পথে গ্রেপ্তার হন আজিজুল হক ইসলামাবাদী। এরপর ১৭ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন জুনায়েদ আল হাবিব ৷ এর পরদিন রাজধানীর মোহাম্মাদপুরের নিজ মাদ্রাসা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন মামুনুল হক।