মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল আট বছরের ইমাম হোসাইন আবির। গোসল করতে নেমেছিল নদীতে। পরদিন ভেসে এলো তার নিথর দেহ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এই ঘটনা। কর্ণফুলী নদী থেকে বুধবার দুপুর ১২টার দিকে উদ্ধার করা হয় আবিরের মরদেহ।
আবির রাঙ্গুনিয়ার দক্ষিণ পোমরা এলাকার প্রবাসী সৈয়দুর রশীদের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি জানান, রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নানার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল আবির। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে কাঙ্গালি শাহ মাঝার সংলগ্ন নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরী দল তখন থেকে উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেতাগী বড়ুয়া পাড়া এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। আবিরের মা নাজু আক্তার এসে মরদেহ তার ছেলের বলে শনাক্ত করেন।’
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া আবিরের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।