নোয়াখালীর চাটখিলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৯৬ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
উপজেলার চাটখিল বাজারের সুমন ও বাদল স্টোর থেকে মঙ্গলবার রাত ৮টার দিকে ১৯৬ লিটার টিসিবির তেল উদ্ধার করা হয়।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আবু ছালেহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল বাজারে তারা অভিযান চালান। এ সময় সুমন ও বাদল স্টোর থেকে ১৯৬ লিটার টিসিবির তেল জব্দ করা হয়।
ইউএনও আরও জানান, টিসিবির পণ্য অবৈধভাবে দোকানে মজুত রাখার অপরাধে সুমন স্টোরকে ১৫ হাজার ও বাদল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
তাৎক্ষণিক উদ্ধার করা তেল সরকারি মূল্যে ১৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা করেন বলেও জানান ইউএনও।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতা করে চাটখিল থানা-পুলিশ।