মানিকগঞ্জে মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের সাদেকুর রহমানের স্ত্রী আকলিমা আক্তার ও একই ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মো. উজ্জল হোসেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের আঞ্চলিক কোম্পানি কমান্ডার উনু মং বিষয়টি জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের সাদেকুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী তাদের ঘরের ভেতর থেকে সাদা স্কচটেপ পেঁচানো ২ কেজির ওজনের ২১ প্যাকেট অর্থাৎ ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। এ সময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে আকলিমার স্বামী সাদেকুর রহমান ও একই ইউনিয়নের পাঞ্চনখাড়া গ্রামের নুর হোসেন পালিয়ে যান। এরা সবাই মাদক কারবারি।
এদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।