ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই পরিবারের সংঘর্ষে দোকানি আজিজুল হক নিহত হওয়ার ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন একলাছ উদ্দিন বুলবুল ও আব্দুস ছালাম। তারা উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পুনাইল গ্রামের বাসিন্দা। নিহত আজিজুলও একই গ্রামের বাসিন্দা ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদির মিয়া বলেন, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজারে আজিজুলের ভাতিজা শাহ আলমের একটি মুদি দোকান আছে। আজিজুল কৃষিকাজের পাশাপাশি নিজের বাড়ির সামনে মুদি দোকান করে সংসার চালাতেন। শাহ আলমের দোকান থেকে বাকিতে জিনিসপত্র এনে টাকা দিচ্ছিলেন না সাখুয়া গ্রামের বাসিন্দা সোয়াইব আহমেদ সোহেল।
তিনি বলেন, গত ৭ মে বিকেলে পাওনা টাকা চাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আজিজুল গুরুতর আহত হন। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে মারা যান আজিজুল।
ওসি আরও বলেন, এ ঘটনায় আজিজুলের স্ত্রী জোসনা আক্তার ১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার একলাছ উদ্দিন বুলবুল ও আব্দুস ছালাম এজাহারভুক্ত আসামি। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।