দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার একটি লিচু বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি মূর্তি ও একটি বেদি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার ভাদুয়ারি এলাকায় মঙ্গলবার দুপুরে এ অভিযান চালায় দিনাজপুর সদর ও বৈরচুনা বিওপির টহলদলের সদস্যরা।
অভিযানে ৩৮ কেজির একটি বিষ্ণু মূর্তি, ৩১ কেজি ওজনের একটি বেদি ও সাড়ে ৭ কেজি ওজনের একটি রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক রেজাউল করিম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভাদুয়ারি এলাকার ওই লিচু বাগানে অভিযান চালায় বিজিবি দল। সেখানে পরিত্যক্ত অবস্থায় বেদি ও মূর্তিগুলো পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কষ্টি পাথরের মূর্তিগুলো পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল উল্লেখ করে তিনি জানান, মূর্তিগুলোর আনুমানিক মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা। কাস্টমস কর্তৃপক্ষের কাছে এগুলো হস্তান্তর করা হবে।