নাটোর জেলা কারাগারে অসুস্থ হয়ে জহুরুল ইসলাম নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জহুরুলের বাড়ি জেলার বাগাতিপাড়া উপজেলার নুরপুর কলেজপাড়া গ্রামে।
বাগাতিপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাদাদ জানান, ২০২০ সালের ১৫ নভেম্বর মাদক মামলায় জহুরুলকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে পরে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারটিতে বন্দি ছিলেন।
তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে জহুরুলের স্ট্রোক হয়। কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।