বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পূনর্ভবায় ভাসমান মরদেহটি কি ভারত থেকে আসা

  •    
  • ১৮ মে, ২০২১ ২১:২৯

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির জানান, মরদেহটি এই এলাকার কারো নয়। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভারতের। করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর পর তাকে নদীতে ফেলে দেয়া হয়েছে। স্রোতের টানে ভাসতে ভাসতে এটি বাংলাদেশে চলে এসেছে।

নওগাঁর পোরশা উপজেলায় পূনর্ভবা নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার নিতপুর সীমান্তে মঙ্গলবার সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির নিউজবাংলাকে জানান, পূনর্ভবা নদীতে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী বিজিবিকে খবর দেয়। বিজিবির নিতপুর ক্যাম্পের সদস্যরা মরদেহটি উদ্ধার করে পোরশা থানায় হস্তান্তর করেছে।

রেজাউল কবির আরও জানান, মরদেহটি এই এলাকার কারো নয়। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ভারতের। করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর পর তাকে নদীতে ফেলে দেয়া হয়েছে। স্রোতের টানে ভাসতে ভাসতে এটি বাংলাদেশে চলে এসেছে।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান, মরদেহটি ৮ থেকে ১০ দিন আগের। তার শরীরের অধিকাংশ জায়গায় পচন ধরে মাংস খসে পড়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে।

এ বিভাগের আরো খবর