দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, দুই দিন আগে হাবিবা শান্তিপুর গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দুর্গাপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাবিবার।
নেত্রকোণার দুর্গাপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।
শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাত বছর বয়সী হাবিবার বাড়ি উপজেলার শংকরপুর গ্রামে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম নিউজবাংলাকে জানান, দুই দিন আগে হাবিবা শান্তিপুর গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দুর্গাপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় হাবিবার।
ওসি আরও জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।