বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আনন্দ গ্রামে শোক

  •    
  • ১৮ মে, ২০২১ ১৯:০৩

নিহত শিশুর বাবা সাদেক জানান, শিশুটি ঘরের মধ্যে খেলা করছিল। এ সময় তার মা পানিভর্তি বালতি শিশুটির কাছে রেখে বাইরে লাকড়ি আনতে যান। একপর্যায়ে জুবায়ের বালতির পানিতে উপুড় হয়ে পড়ে মারা যায়।

ছেলের বয়স এক বছর হয়েছে মাত্র। তার মধ্যে নানান চঞ্চলতা। সব সময় খেলতে চায় এটা সেটা নিয়ে। তাকে খেলতে বসিয়ে ঘরের কাজ সেরে নিচ্ছিলেন মা।

কাজ করতে করতে এক বালতি পানি এনে ঘরে রাখেন। খড়ি আনতে বাইরে গেলে ওই পানিতে উপুড় হয়ে পড়ে বুকের মানিক।

ঘরে ফিরে শিশুকে এ অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন মা। ছুটে আসেন স্বজনরা। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই প্রাণহানির ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে আনন্দ গ্রামে। এই খবর গ্রামের যারাই শুনেছেন তারা শুধু আফসোস করছেন। শিশু ও তার মায়ের কথা চিন্তা করে অনেকে ফেলছেন দীর্ঘশ্বাস।

মৃত শিশু জুবায়েদ মিয়া এই গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক সাদেক মিয়ার ছেলে।

সাদেক নিউজবাংলাকে জানান, মঙ্গলবার দুপুরে শিশুটি ঘরের মধ্যে খেলা করছিল। এ সময় তার মা পানিভর্তি বালতি শিশুটির কাছে রেখে বাইরে লাকড়ি আনতে যান। একপর্যায়ে জুবায়ের বালতির পানিতে উপুড় হয়ে পড়ে মারা যায়।

কিছুক্ষণ পর তার মা ঘরে এসে দেখেন ছেলে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে। এ সময় তিনি কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর