রাষ্ট্রীয় গোপনীয় নথি চুরির অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
গাজীপুরে কালো মাস্ক পরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা রোজিনার মুক্তি ও তার নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সাংবাদিক রোজিনাকে হেনস্তা, নির্যাতনের প্রতিবাদ ও তার নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ হয়েছে টাঙ্গাইলে।
মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, আতাউর রহমান আজাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কামনাশীষ শেখর, কাজী তাজউদ্দিন রিপন, সোহেল তালুকদারসহ আরও অনেকে।
নেত্রকোণায় সাংবাদিক সমাজের ব্যানারে জেলা প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন করা হয়। এ সময় মামলা প্রত্যাহার, রোজিনার নিঃশর্ত মুক্তিসহ তাকে হেনস্তায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সকাল সাড়ে ১১টার দিকে মানববন্ধনে শহরের বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল বলেন, ‘কল্পিত অভিযোগ তুলে মন্ত্রণালয়ের কক্ষে রোজিনাকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে সরকারি কর্মকর্তারা ফৌজদারি অপরাধ করেছেন। অবিলম্বে রোজিনাকে মুক্তি দেয়ার পাশাপাশি ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তাদের দ্রুত আইনের অওতায় এনে শাস্তি দিতে হবে।’
নোয়াখালী ও রাঙ্গামাটি প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
নোয়াখালীতে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল হাশেম, আলমগীর ইউসুফ, মিজানুর রহমান, জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টুসহ আরও অনেকে।
রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, মো. সোলায়মান ও নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই মিছিল ও মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জসীম উদ্দিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ বক্তব্য রাখেন।
বরগুনাতেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
এতে বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর মো. সালেহ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুর রহমান ঝন্টু।
প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল বলেন, ‘রোজিনা স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার পাশাপাশি হেনস্তা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নরোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন খুলনার সাংবাদিকরা।
খুলনা প্রেসক্লাবের এক বিবৃতিতে মঙ্গলবার দুপুরে এ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।
বিবৃতিতে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নেতারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান।
রোজিনাকে নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা থেকে তাকে নিঃশর্ত মুক্তি দাবিতে প্রতিবাদ সভা করেছেন মেহেরপুরের গাংনী প্রেসক্লাব।
দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এ প্রতিবাদ সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্ব বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক তৈহিদ উদ দোলা রজা, রাশদুজ্জামান ও মাজদুল হক মানিক।
লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করেনরাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে নগরীর সাহেববাজারে মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় এ কর্মসূচিতে বক্তারা দ্রুত রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন।
বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান লিয়াকত আলী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, কাজী শাহেদ, মামুন-অর-রশীদ, মেহেদী হাসান শ্যামলসহ আরও অনেকে।
নীলফামারী শহরের বঙ্গবন্ধু চত্বরে সাংবাদিক রোজিনার জন্য মানববন্ধনকুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলার গণমাধ্যমকর্মীরা কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধন করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফি খান, শফিকুল ইসলাম বেবু, রাজু মোস্তাফিজ, ফজলে ইলাহী স্বপন, খন্দকার একরামুল হক, মাহফুজার রহমান।
এ ছাড়াও মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে রংপুর, ময়মনসিংহ, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে।