বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যমুনায় ডুবে ৩ বোনের মৃত্যু

  •    
  • ১৮ মে, ২০২১ ১৬:১৮

পুলিশ জানায়, একই পরিবারের পাঁচ ভাইবোন নদীতে গোসলে নামলে সাঁতার না জানা অনামিকা ডুবে যায়। পরে দুই বোন তাকে উদ্ধারে নেমে তারাও ডুবে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে তিন কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

উপজেলার যমুনা নদীর খেয়াঘাট এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দুই বোন প্রীতি খাতুন ও রিতু খাতুন এবং তাদের খালাতো বোন অনামিকা আকতার। প্রীতি ও রিতুর বাড়ি রংপুরের বাবুপাড়া এলাকায় এবং অনামিকার বাড়ি সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকায়।

সাঘাটা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুস নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে প্রীতি ও রিতু খালার বাড়িতে বেড়াতে আসে। এরপর মঙ্গলবার দুপুরে একই পরিবারের পাঁচ ভাইবোন নৌকায় করে নদীতে ঘুরতে যায়।

একসময় নদীতে গোসলে নামলে সাঁতার না জানা অনামিকা ডুবে যায়। পরে দুই বোন তাকে উদ্ধারে নেমে তারাও ডুবে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর