গাইবান্ধার সাদুল্যাপুরে হত্যাসহ একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার ধাপেরহাট বৌ বাজার এলাকায় সোমবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক মণ্ডলের বাড়ি বৌ বাজার এলাকায়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম মঙ্গলবার দুপুরে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাত একটার দিকে দুর্বৃত্তরা ফারুককে এলোপাথাড়ি কোপায়। সকালে তাকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ফারুকের নামে হত্যা, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা আছে। সে জামিনে ছিল। কারা তাকে কেন কুপিয়েছে তা এখনও জানা যায়নি।
ওসি আরও জানান, ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।