বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ: মসজিদে ভাঙচুর

  •    
  • ১৮ মে, ২০২১ ১৬:০৫

ইমাম মাওলানা আলমগীর হোসেন জানান, মসজিদের বারান্দার অংশে ভাঙচুর হয়েছে। তবে কোন পক্ষের লোক সেটা করেছে সেটা তা জানেন না তিনি।

মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় সংঘর্ষে মসজিদসহ চারটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলা পাল্টা-হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আক্তার হোসেনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জামাল হোসেন, মিজানুর রহমান, মাহমুদা, শেখ মাসুদ ও মো. সুলতানকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আহত জামাল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘বড় ভাটেরচর গ্রামের সোহরাব হোসেনের সঙ্গে আবিল হোসেনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ দুই পক্ষের নামে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

‘এরই মধ্যে সোমবার আমার (আবিলের সমর্থক) ওপর সোহরাব সমর্থকদের হামলার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ হয়। রাতভর থেমে থেমে কয়েক দফা সংঘর্ষ চলে।’

তিনি জানান, এ সময় বাইতুল আমির জামে মসজিদ, সোহরাব হোসেন ও আবুল হোসেনের বসতঘরে ভাঙচুর চালানো হয়।

মসজিদের ইমামের মাওলানা আলমগীর হোসেন জানান, মসজিদের বারান্দার অংশে ভাঙচুর হয়েছে। তবে কোন পক্ষের লোক সেটা করেছে সেটা তিনি জানেন না।

বিষয়টি নিয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক।

এ বিভাগের আরো খবর