দিনাজপুরের ফুলবাড়ীতে ছাগলচুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে তিন কিশোরকে নির্যাতনের মামলায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার পৌর শহরের ঢাকা মোড় থেকে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের বাসিন্দা ও রামভদ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিম সরকার বাবু এবং তার ছোট ভাই সৌমিক পারভেজ শুভ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম নিউজবাংলাকে জানান, মঙ্গলবার ভোরে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তাদের আদালতে তোলা হয়েছে।
এ মামলায় ২ মে রাতে অভিযান চালিয়ে উপজেলার রামভদ্রপুর গ্রাম থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন উপজেলার রামভদ্রপুর গ্রামের আফজাল হোসেন, শাকিব বাবু, মমিনুল ইসলাম, পলাশ হোসেন ও জাফরপুর গ্রামের শিপন ইসলাম। বর্তমানে তারা কারাগারে।
ওসি ফখরুল আরও জানান জানান, ১ মে গাছে বেঁধে এক শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে নির্যাতনের ঘটনায় রোববার বিকেলে থানায় দুটি অভিযোগ জমা পড়ে। নির্যাতনের শিকার দুই কিশোরের বাবা লিখিতভাবে জানানোর পর প্রাথমিক যাচাইবাছাই শেষে তা মামলা হিসেবে নেয় পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আটজনের নামসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়।
শনিবার সকালে ত্রিমোহনী স্লুইস গেট এলাকার বাড়ি থেকে ওই তিন কিশোরকে বুদ্ধিজীবী মোড় এলাকায় ডেকে নেন স্থানীয় বাবু মাস্টারসহ কয়েকজন। ছাগলচুরির অপবাদ দিয়ে সেখানে তাদের গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়।
পরে ওই তিন কিশোরকে শিবনগর ইউনিয়ন পরিষদে হাজির করা হয়, দেয়া হয় অভিভাবকের জিম্মায়। সেখান থেকে প্রতিবন্ধী কিশোরসহ দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অপরজনকে বাড়িতে নিয়ে যায় তার পরিবার।
আহত এক কিশোর বলে, ‘হঠাৎ করেই বাবু মাস্টারসহ তাদের লোকজন আমাদের মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে ছাগলচুরির অপবাদ দিয়ে নির্যাতন চালায়। নির্যাতন সইতে না পেরে চুরির অপবাদ স্বীকার করতে বাধ্য হয়েছি। তবে চুরি সম্পর্কে কিছুই জানি না।
‘মারধরের পর সালিশ-বৈঠকে আরও দুই কিশোরকে হাজির করতে বলা হয়। হাজির করতে না পারলে ১ লাখ ৬০ হাজার টাকা দিতে নির্দেশ দেয় মাতবররা। পরে গাভি ও চার্জার রিকশা ভ্যান নিয়ে যান মাতবরের লোকজন।’
এক কিশোরের বাবা বলেন, ‘পূর্বশত্রুতার জেরে এক প্রতিবন্ধী, আমার ছেলেসহ তিনজনকে ছাগল চোর সাজিয়ে বর্বর নির্যাতন চালায় বাবু মাস্টারসহ তার লোকজন। ছেলেকে ধরে নির্যাতন করা হচ্ছে জেনে ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করা হয়েছে।’