বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনে পর্যটন স্পটের উদ্বোধনে ইউএনও

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ মে, ২০২১ ১২:৪৬

লকডাউনে পর্যটন স্পট উদ্বোধন করতে যান চরফ্যাশনের ইউএনও রুহুল আমিন ও লালমোহনের ইউএনও আল নোমান। সেখানে উপস্থিত ছিলেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনও। তারা গাদাগাদি করে দাঁড়িয়ে ফিতা কাটেন।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান লকডাউনের মধ্যেই ভোলার চরফ্যাশনে পর্যটন স্পটের উদ্বোধন করেছেন দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

ওই অনুষ্ঠানে ২০ থেকে ২৫ জন অতিথি, পর্যটন স্পটের উদ্যোক্তা, স্থানীয় সংবাদ কর্মীসহ উপস্থিত ছিলেন এলাকার অনেকেই। তাতে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি ইউএনও কিংবা অন্য অতিথিদের।

চরফ্যাশন ও লালমোহন উপজেলার সীমান্তবর্তী এলাকার বেতুয়া খালে ‘বেতুয়া কায়াকিং পয়েন্ট’ নামের ওই স্পটটি গড়ে তুলেছেন চার বন্ধু আরেফিন জিসান, মেহেরাব হোসেন, শাহরিয়ার সিয়াম ও তৌফিক ইলাহি রাহিন।

সেটি উদ্বোধন করতে সোমবার দুপুরে সেখানে যান চরফ্যাশনের ইউএনও রুহুল আমিন ও লালমোহনের ইউএনও আল নোমান। সেখানে উপস্থিত ছিলেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনও।

সেখানে কর্মকর্তারা গাদাগাদি করে দাঁড়িয়ে ফিতা কাটেন। অনেকের মুখেই ছিল না মাস্ক। উদ্বোধন শেষে সবাই এক সঙ্গে বসে পানাহারও করেছেন।

বেতুয়া কায়াকিং পয়েন্ট উদ্বোধন করে সেখানে সবাই বসে মাস্ক খুলে নাস্তা করেছেন। ছবি: নিউজবাংলা

লকডাউনের মধ্যে সরকারি কর্মকর্তাদের এ ধরনের জনসমাগমে উপস্থিত থাকা ও এটি হতে দেয়ায় সমালোচনা করছেন স্থানীয়রা।

চরফ্যাশনের ইউএনও রুহুল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চার বন্ধু মিলে এ কায়াকিং পয়েন্টটি স্থাপন করেছেন। আমি ও চরফ্যাশন থানার ওসি, এসিল্যান্ড ও লালমোহন উপজেলার ইউএনওসহ চরফ্যাশনের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ কায়াকিং পয়েন্টটি উদ্বোধন করি। তবে লকডাউনের মধ্যে এটি উদ্বোধন করা হলেও লকডাউন শেষে জনসাধারণের জন্য এটি চালু করা হবে।’

লালমোহনের ইউএনও আল নোমান বলেন, ‘স্থানীয় কয়েকজন তরুন এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। তবে আমরা তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে এটি চালানোর জন্য বলেছি।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে আমি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।’

উদ্বোধন শেষে বেতুয়া কায়াকিং পয়েন্ট ঘুরে দেখেন অতিথিরা। ছবি: নিউজবাংলা

উদ্যোক্তারা জানিয়েছেন, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কায়াকিং পয়েন্ট খোলা থাকবে। পাঁচটি কায়াকিং বোটে ১২টি সিট রয়েছে। কায়াকিং বোটে ৩০ মিনিট নদী ভ্রমনের জন্য ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর