ঝালকাঠির রাজাপুরে হালিম খলিফা নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চর হাইলাকাঠি গ্রামে সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, হামলা ও হত্যার ঘটনায় রাতেই দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনের নাম মন্টু ও সেলিম। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলেই মামলা হবে।
নিহত হালিম খলিফা মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তার শ্যালক সাইফুল তালুকদার জানান, হালিম খলিফার সঙ্গে ভাতিজা মন্টুর জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েক দফা সালিশে বিরোধের কোনো সুরাহা হয়নি। কয়েকদিন ধরে তাদের দুই পরিবারে এ নিয়ে উত্তেজনা চলছিল।
তিনি বলেন, ‘সোমবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মন্টুসহ কয়েকজন হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হালিম ও তার স্ত্রী সুখি বেগমকে। এসময় তাদের রক্ষায় এগিয়ে আসা দুজনকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করেন।'