হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে তাদের বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ। এর আগে বিকেলে নবীগঞ্জ শহরের গাজীরটেক থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই গৃহবধূর এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর মোবাইল ফোনের মাধ্যমে আরেক যুবকের সঙ্গে তার পরিচয় ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি দুইজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী সিলেট গিয়ে বিয়ের জন্য রোববার নবীগঞ্জ শহরে দুইজন দেখা করেন। এটিই ছিল তাদের প্রথম দেখা।
রোববার বিকেলে ওই যুবক গৃহবধূকে নবীগঞ্জ শহরের রুদ্রগ্রাম রোড এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে তিনি গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আরেক যুবক ধর্ষণে সহযোগিতা করার চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই যুবক পালিয়ে যান। পরে গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিলে সোমবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, ‘ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।’