ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়ির পাঁচ তলার ছাদ থেকে পড়ে সাইফুল ইসলাম বিপুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে শহরের পার হাউজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম বিপুলের বাড়ি নারায়ণগঞ্জে।
শ্বশুরবাড়ি সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বিপুলের সঙ্গে ছয় মাস আগে শহরের পারহাউজ রোড এলাকার হাফিজ মিয়ার মেয়ের বিয়ে হয়। ঈদুল ফিতর উপলক্ষে ১২ মে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন বিপুল।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তীব্র গরমের কারণে পরিবারের সবার সঙ্গে বাড়ির ছাদে ওঠেন তিনি। এক পর্যায়ে হঠাৎ কিছু একটা পতনের শব্দ শুনে সবাই গিয়ে দেখে বিপুল ছাদ থেকে পড়ে গেছেন। গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি ছাদ থেকে পড়েছেন সেটি পরিবারের কেউ বলতে পারছেন না।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই রহস্যজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।