বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বিয়েবহির্ভূত’ সম্পর্কের জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

  •    
  • ১৭ মে, ২০২১ ২৩:৩৩

জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেছেন, মনিরের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ায় তিনি মনিরকে হত্যার পরিকল্পনা করেন। পরে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ঈদের রাতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ছুরিকাঘাতে মুদি দোকানি নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গলাচিপা আদালতের মাধ্যমে সোমবার বিকেলে জাকির হোসেন আকনকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার বিকেলে তাকে রাঙ্গাবালী উপজেলার টুঙ্গিবাড়িয়া গ্রামের নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান নিউজবাংলাকে জানান, কাটাখালী গ্রামের হাইস্কুলের পাশের বাজারে মনির হোসেনের মনোহারী দোকান ছিল। তার পাশেই জাকিরের টেইলার্স। এক বছর ধরে জাকিরের সঙ্গে তার স্ত্রী দোকানে কাজ করতেন।

জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেছেন, মনিরের সঙ্গে তার স্ত্রীর বিয়েবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হওয়ায় তিনি মনিরকে হত্যার পরিকল্পনা করেন।

ওসি আরও বলেন, পরিকল্পনা অনুসারে ঈদের রাতে বাড়ি থেকে দোকানে ফেরার পথে মনিরকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রাখা হয়।

পরে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মনিরের বাবা মোসলেম শিকদার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাঙ্গাবালী থানায় মামলা করেন।

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম জানান, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ক্লুলেস এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে পেরেছে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের ধরতে অভিযান চলছে।

এ বিভাগের আরো খবর