রাস্তায় হাঁটছিলেন সাইদার। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকচাপায় সাইদার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকালে রণচন্ডি ইউনিয়নের চৌধুরীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
সাইদারের বাড়ি একই ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, রাস্তায় হাঁটছিলেন সাইদার। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
ওসি আরও জানান, বড়ভিটা বাজার থেকে ট্রাকটি আটক করা গেলেও চালক ও তার হেলপার পলাতক।