চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক লাখ ৪৫ হাজার জাল টাকার নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে এক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার দুপুর ১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৬।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবননগর পৌর শহরের মডার্ন স্টুডিও অ্যান্ড স্টেশনারি নামের একটি দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালানো হয়। এ সময় জাল টাকার নোট তৈরি, মজুত ও কেনাবেচার একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় উদ্ধার করা হয় এক লাখ ৪৫ হাজার টাকার জাল নোট। এর মধ্যে ১৬০টি ৫০০ টাকার, ৬৫টি এক হাজার টাকার জাল নোট ছিল। এ ছাড়া জাল নোট তৈরির সরঞ্জাম, একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, দুটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও ৭২০ টাকা জব্দ করা হয় এ সময়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের সাজ্জাদ আলম ও খুলনা জেলার রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের জাকারিয়া মামুন।
র্যাব-৬-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, গ্রেপ্তার দুজনকে উদ্ধার করা মালামালসহ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।