বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আম পাড়তে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  •    
  • ১৭ মে, ২০২১ ২০:৪০

নান্দাইল থানার ওসি জানান, দোলন চৌহান নামের এক যুবক আম পাড়তে গিয়ে বিদ্যুতের খোলা তারে স্পৃষ্ট হয়ে মারা গেছেন। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন চৌহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নান্দাইল পৌর শহরের ভূমি অফিসের কাছে চারআনি পাড়া মহল্লায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

৪০ বছর বয়সী দোলন ওই মহল্লার মৃত জগোরো চৌহানের ছেলে। তিনি স্থানীয় ভূমি অফিসে সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় লোকজন জানান, সকাল ৯ টার দিকে দোলন তার বাসার পাশে নির্মাণাধীন মার্কেটের টিনের চালে ওঠেন আম পাড়তে। আম গাছের পাশেই বিদ্যুতের খোলা তারের জড়িয়ে পিষ্ট হন তিনি। পরে লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ওই যুবক আম পাড়তে গিয়ে বিদ্যুৎতের খোলা তারে পিষ্ট হয়ে মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানিয়েছেন ওসি মিজান।

এ বিভাগের আরো খবর