চট্টগ্রামের হালিশহরে মো. সরোয়ার আলম জনি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় সাজ্জাদ নামের এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হলেও সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য গণমাধ্যমকে জানায় র্যাব-৭।
গ্রেপ্তার সাজ্জাদের বাড়ি পটিয়া উপজেলার কলাতলি এলাকায়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার নিউজবাংলাকে বলেন, সাজ্জাদকে নগরীর আকবর শাহ থানার মোস্তফা হাকীম বাগানবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জনি খুনের মামলার পর থেকে ছায়া তদন্ত শুরু করে র্যাব। পরে মামলার এজহারনামীয় আসামি সাজ্জাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন তারা।
গ্রেপ্তার সাজ্জাদকে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সাজ্জাদ মামলার ৫ নম্বর আসামি। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গত ৪ মে রাতে স্থানীয় কয়েকজন যুবকের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন হালিশহর থানা এলাকার বাসিন্দা মো. সরোয়ার আলম জনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। এই ঘটনায় ৬ মে ১০ জনের নাম উল্লেখ করে হালিশহর থানায় মামলা করেন জনির বাবা নুরুল আলম। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ মে রাত ১০টার দিকে মারা যান জনি।